ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ট্রাম্পকে ফের অভিশংসনের হুমকি

ট্রাম্পকে ফের অভিশংসনের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ | ২২:৪৬

সব ছাপিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়টিই এখন যুক্তরাষ্ট্রের রাজনীতির আলোচিত বিষয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগির এ নিয়োগ সম্পন্ন করতে চান। ডেমোক্রেটিক পার্টি এর ঘোর বিরোধী। চরম রাজনৈতিক বিভক্তির এ সময়ে ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসনের হুমকি দিয়েছেন ডেমোক্র্যাটরা।

সুপ্রিম কোর্টের উদারনৈতিক বিচারপতি রুথ বাডার গিন্সবার্গের মৃত্যুর পর তার জায়গাটি ফাঁকা রাখতে রাজি নন ট্রাম্প। ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে ট্রাম্প কোনো বিচারপতিকে নিয়োগ দিলে সর্বোচ্চ আদালতে রক্ষণশীল বিচারপতিদের একাধিপত্য কায়েম হবে। ডেমোক্রেটিক পার্টির দাবি, নবনির্বাচিত প্রেসিডেন্টই বিচারপতিকে নিয়োগ দেবেন। সন্দেহ নেই যে, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের বিতর্কে বিচারপতি নিয়োগের ইস্যুটি উত্তাপ ছড়াবে।

রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, দেশের গণতন্ত্র ও রাজনৈতিক মূল্যবোধ রক্ষায় যে কোনো ধরনের রাজনৈতিক অস্ত্র ব্যবহার করতে তারা প্রস্তুত। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব নেওয়া হতে পারে। যাতে করে সিনেটে নতুন বিচারপতি নিয়োগের বিষয়টি ঠেকিয়ে দেওয়া যায়। সব ধরনের বিকল্পই টেবিলে রয়েছে।

পেলোসির কথার জবাব দিতে দেরি করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার তিনি ব্যঙ্গ করে বলেছেন, 'ডেমোক্র্যাটরা যেন এখনই আমাকে অভিশংসনের পদক্ষেপ নেন'। এর আগেও একবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে ট্রাম্প অভিশংসিত হন। যদিও উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনি রেহাই পেয়ে যান। তবে বিচারপতি নিয়োগের বিষয়ে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প। উল্টো তিনি বলেছেন, আগামী শুক্র বা শনিবারের মধ্যেই নতুন বিচারপতিকে মনোনয়ন দেবেন তিনি।

চার বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন বিচারপতি নিয়োগ আটকে দেওয়া অনেক রিপাবলিকান সিনেটর এখন উল্টো সুরে কথা বলছেন। তারা বলেছেন, ট্রাম্পের মনোনীত প্রার্থীকে রিপাবলিকান সিনেটররা সমর্থন দেবেন। তবে দু'জন রিপাবলিকান সিনেটর বিচারপতি নিয়োগে তাড়াহুড়োর বিপক্ষে। মিট রমনি এখনও নিজের অবস্থানের বিষয়টি জানান দেননি। শেষ পর্যন্ত কয়জন রিপাবলিকান সিনেটর ট্রাম্পের বিপক্ষে অবস্থান নেন, এখন তা-ই দেখার বিষয়। সূত্র: এএফপি ও ইউএসএ টুডে।

আরও পড়ুন

×