ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বেলুচিস্তানে হামলায় ১২ সেনাসদস্য নিহত

বেলুচিস্তানে হামলায় ১২ সেনাসদস্য নিহত

বেলুচিস্তানে হামলায় ১২ পাকিস্তানি সেনাসদস্য নিহত-ছবি: এএনআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ | ০৩:০৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২০ | ০০:৩৯

পাকিস্তানের বেলুচিস্তানে হামলায় ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশটির গাদার জেলা ও উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী জেলায় দু’টি পৃথক হামলা চালানো হয়। 

বেলুচিস্তানের ওড়মারা উপকূলীয় মহাসড়কে রাষ্ট্র পরিচালিত তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা লিমিটেডের (ওজিডিসিএল) একটি গাড়িবহরে প্রথম হামলা হয়। এ হামলায় কমপক্ষে ছয়জন সেনাসদস্য নিহত হয়েছেন। খবর এএনআইয়ের

এরপর উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকার কাছে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে সেনাবাহিনীর আরও ছয় সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তান নিরাপত্তা বাহিনী এই অঞ্চলগুলিকে ঘিরে রেখেছে এবং তল্লাশি শুরু করেছে।

এ ঘটনার পরপরই বেলুচিস্তানের স্বাধীনতাপন্থী তিন সংগঠনের জোট বালুচ রাজি আজোই সিঙ্গার (বিআরএএস) টুইটারে হামলার দায় স্বীকার করে জানিয়েছে, শিগগিরই তারা এ ব্যাপারে বিস্তারিত জানাবে। 

এ হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।




আরও পড়ুন

×