২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩ হাজার ৭১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০১:২২
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজার ৭১ জনের মৃত্যু হয়েছে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটি বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, গত এপ্রিলের পর একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার ১৮৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার ৪৮১ জন।
এছাড়া দেশটিতে হাসপাতালে করোনা রোগীর ভর্তিতেও নতুন নতুন রেকর্ড অব্যাহত রয়েছে। বুধবার এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজারে।
গত মাসে ‘থ্যাংকস গিভিং ডে’ উপলক্ষে কর্তৃপক্ষের ঘরে থাকার সতর্কতা উপেক্ষা করে লাখ লাখ লোক ভ্রমণে বের হয় যুক্তরাষ্ট্রে। তখন থেকেই সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছিল।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৮৮ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৬৮ হাজার।
জন্স হপকিন্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৫২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৯৫৯ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার ৭৪৫ জন।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ২৮ হাজার ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৯৫ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৩৫ হাজার ৮৫০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ৩৬০ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।