ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা জরুরি অনুমোদনের সুপারিশ

যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা জরুরি অনুমোদনের সুপারিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ২৩:৪৫

যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের জন্য জরুরি অনুমোদন দিতে সুপারিশ করেছে খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি।

বৃহস্পতিবার এই টিকার অনুমোদন সংক্রান্ত বিষয় নিয়ে এফডিএ ও তার উপদেষ্টা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিবিসি জানিয়েছে।

এরই মধ্যে ফাইজারের টিকার ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন ও সৌদি আরব।

বিবিসি জানিয়েছে, কয়েকটি দেশে ফাইজারের টিকার ব্যবহারের অনুমদোন থাকলেও যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত তা নেই, বিষয়টির অনুমোদন নির্ভর করছে এফডিএর ভ্যাকসিন প্রধানের ওপর। তবে শিগগিরই তা অনুমোদন পেতে পারে। 

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ গবেষণায় উদ্ভাবিত এই টিকাটি ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি কর্তৃপক্ষের।

এফডিএর চূড়ান্ত সম্মতির পর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও প্রিভেনশন অ্যাডভাইজারি কমিটিকে (এসিআইপি) টিকাটি ব্যবহারের অনুমোদন দিতে হবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে ধারণা করা হচ্ছে।





whatsapp follow image

আরও পড়ুন

×