ইউনিসেফের তথ্য
করোনায় বিয়ের ঝুঁকিতে ১ কোটি মেয়েশিশু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ১২:০০ | আপডেট: ০৮ মার্চ ২০২১ | ২০:৫২
এই দশক শেষ হওয়ার আগেই অতিরিক্ত এক কোটি শিশুর বিয়ে সম্পন্ন হতে পারে, যা বাল্যবিয়ে কমাতে সাম্প্রতিক অনেক বছরের অগ্রগতিকে হুমকির মুখে ফেলেছে। গতকাল সোমবার জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) প্রকাশিত এক নতুন বিশ্নেষণে এই তথ্য তুলে ধরা হয়েছে।
'কভিড-১৯ :বাল্যবিয়ের বিরুদ্ধে অগ্রগতির জন্য হুমকি' শীর্ষক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মহামারির কারণে স্কুল বন্ধ থাকা, অর্থনৈতিক চাপ, সেবা বিঘ্নিত হওয়া, গর্ভাবস্থা এবং বাবা-মায়ের মৃত্যুজনিত ঘটনা সবচেয়ে ঝুঁকির মুখে থাকা মেয়েদের বাল্যবিয়ের ক্রমবর্ধমান ঝুঁঁকির দিকে ঠেলে দিচ্ছে। খবর এএফপির
ইউনিসেফ বলছে, করোনার প্রাদুর্ভাবের আগেও ১০ কোটি মেয়ে আগামী দশকে বাল্যবিয়ের শিকার হওয়ার ঝুঁকিতে ছিল, যদিও সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি দেশে এটি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।
গত দশ বছরে বিশ্বব্যাপী শিশু হিসেবে বিয়ে হয়ে যাওয়া তরুণীদের অনুপাত ১৫ শতাংশ হ্রাস পেয়েছিল বা প্রতি চারজনের মধ্যে প্রায় একজন থেকে কমে প্রতি পাঁচজনের মধ্যে একজনে পরিণত হয়েছিল।