করোনায় আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের মৃত্যুর গুঞ্জন, পুলিশের অস্বীকার

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২১ | ০৫:৪৫ | আপডেট: ০৭ মে ২০২১ | ০৬:২২
আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন করোনার কাছে হার মেনেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। জানা গেছে, শুক্রবার দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তবে দিল্লি পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
গত ২৬ এপ্রিল রাজেন্দ্র নিকালজে ওরফে ছোটা রাজনকে এইমস-এ ভর্তি করা হয়েছিল। খবর এনডিটিভির
একসময় মুম্বাইয়ের ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন রাজন। তার বিরুদ্ধে ৭০টি খুনসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেপ্তার করা হয় ছোটা রাজনকে। এরপর কড়া নিরাপত্তায় মোড়া তিহার জেলে বন্দি ছিলেন ছোটা রাজন।
গত ২৬ এপ্রিল তিহার জেল কর্তৃপক্ষ সেশন কোর্টকে জানায়, ছোটা রাজনকে বিচারকদের সামনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পেশ করা যাবে না, কারণ তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
- বিষয় :
- ছোটা রাজন
- করোনায় মৃত্যু