রাশিয়ার শত্রুদের 'দাঁত ভেঙে দেওয়ার' হুমকি পুতিনের
ভ্লাদিমির পুতিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২১ | ২৩:১৭
রাশিয়ার শত্রুদের 'দাঁত ভেঙে দেওয়ার' হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার এক সরকারি বৈঠকে গত বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। পশ্চিমাদের সঙ্গে তার দেশের সম্পর্কের শিথিলতার মধ্যেই এমন মন্তব্য করলেন পুতিন। খবর এএফপির।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যে বা যারা রাশিয়া আক্রমণ করবে, কিংবা বিশাল ভূখণ্ডে নজর দেবে, তাদের দাঁত ভেঙে দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রতিবার রুশ জাতি যখনই শক্তিশালী হয়ে ওঠে, শত্রুরা রাশিয়ার ডানা ছেঁটে দিতে চায়। প্রত্যেকে আমাদের কোথাও না কোথাও কামড় বসাতে চায়। কিংবা কামড় বসিয়ে আমাদের কাছ থেকে কিছু নিয়ে যেতে চায়। কিন্তু যারা এসব করতে চায়, তাদের জানা উচিত যে, আমরা তাদের দাঁত ভেঙে দেব।
- বিষয় :
- ভ্লাদিমির পুতিন
- রাশিয়া