৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২১ | ০০:৫৮
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ত্যান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন ও মন্ত্রিপরিষদের মন্ত্রীরা জুন-আগস্ট এই তিন মাস বেতন নেবেন না। করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য দেশটির সামনের সারির কর্মী ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশে এ সিদ্ধান্ত নেন তারা।
তাদের এই বেতনের অর্থ করোনা সংক্রান্ত ব্যয় মোকাবেলার জন্য গঠিত জাতীয় দূর্যোগ ত্রাণ তহবিলে প্রেরণ করা হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। মালয়েশিয়ার জনগণ ও ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পেমারকাসা প্লাস নামে নতুন অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার সময় এ তথ্য জানান তিনি। খবর নিউ স্ট্রেইটস টাইমসের
সকল স্তরে প্রচেষ্টা ও দায়বদ্ধতা পালনের প্রশংসা করে তিনি বলেন, জনগণের মাধ্যমে মহামারি মোকাবিলার পদ্ধতিতে সরকার জোর দেয়া অব্যাহত রাখবে।
এ দিকে মঙ্গলবার থেকে মালয়েশিয়ায় দুই সপ্তাহের জন্য লকডাউন কার্যকর হতে যাচ্ছে। এ প্রসঙ্গে মুহিউদ্দিন বলেন, ‘লকডাউন কার্যকর করার সিদ্ধান্তটি কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ। এর সফলতা আপনাদের ও সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভর করছে। তাই করোনাভাইরাসের সংক্রমণের শেকল ভাঙতে সরকার সব অর্থনৈতিক ও সামাজিক খাত বন্ধ করে দিয়েছে।’
তিনি সবাইকে ঘরে থাকতে এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সবসময় মেনে চলতে অনুরোধ করেছেন। তিনি মনে করিয়ে দিতে চান, তা না হলে মহামারি মোকাবেলায় যে চেষ্টা চালানো হচ্ছে তা ব্যর্থ হতে পারে।
এসময় তিনি প্রার্থনা করেন যে, বিশ্বজুড়ে করোনা মহামারি যে আঘাত হেনেছে তা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এছাড়াও তিনি দেশটির সামনের সারির জনগণকে মানসিকভাবে শক্ত থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমি জানি যে, আপনারা দীর্ঘ এক বছর ধরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছেন।’ তিনি আরো প্রার্থনা করেন যে, সৃষ্টিকর্তা আপনাদের এই করোনার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শক্তি দান করবেন।
এছাড়াও তিনি করোনা আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
- বিষয় :
- মালয়েশিয়া
- প্রধানমন্ত্রী