ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

করোনা মোকাবিলায় ভারত সরকার সম্পূর্ণ ব্যর্থ: অমর্ত্য সেন

করোনা মোকাবিলায় ভারত সরকার সম্পূর্ণ ব্যর্থ: অমর্ত্য সেন

অর্থনীতিবিদ অমর্ত্য সেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২১ | ০৯:০৭

ভারতে চলমান করোনাভাইরাস মহামারির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি এক বক্তব্যে কেন্দ্রীয় সরকারকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে সমালোচনা করেন তিনি।

৮৭ বছর বয়সী এ অর্থনীতিবিদ মনে করেন, দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং এ কারণেই দেশের করোনা সংক্রমণ এত ভয়াবহ আকার নিয়েছে। সরকার সঠিক সময়ে করোনা মোকাবিলায় পদক্ষেপ না নিয়ে বরং বিভিন্ন সিদ্ধান্তে সংশয়ে ভুগছিল; কিন্তু পরে সামান্য সাফল্যে কৃতিত্ব দাবি করতে ব্যস্ত ছিল। আর তাই এ সমস্যা বেড়েছে। খবর আনন্দবাজারের

গত শুক্রবার রাষ্ট্রীয় সেবা দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমর্ত্য সেন বলেন, মহামারি রোধ করার দিকে কেন্দ্রীয় সরকারের কোনো নজর ছিল না। উল্টা তারা কৃতিত্ব নেওয়ার জন্যই বেশি ব্যস্ত ছিল। এটা পুরোপুরি সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ।

কেন্দ্র যে শুধু নিজেদের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তা নয়; বরং তারা গোটা দুনিয়াকে রক্ষা করার কৃতিত্ব নেওয়া শুরু করেছিল বলেও মন্তব্য করেন অমর্ত্য সেন।

তিনি বলেন, কেন্দ্রের অমনোযোগিতার কারণেই করোনা সমস্যা আরও বেড়েছে এবং গোটা দেশে রোগ ছড়িয়ে পড়েছে। ফলে শুধু দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যর্থ হয়েছে, তা নয়; বরং এই সময়ের মধ্যে দেশের অর্থনীতিও দুর্বল হয়েছে। এ সবকিছুর দায় সরকারকেই নিতে হবে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, করোনা সংক্রমণের দিক থেকে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন লাখের ওপরে করোনা শনাক্ত হচ্ছে।

আরও পড়ুন

×