ম্যালেরিয়া মুক্ত হল চীন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ০৫:৩০
চীনকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা–ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত শতাব্দীর চল্লিশের দশকে প্রতি বছর গড়ে ৩ কোটি মানুষের ম্যালেরিয়া সংক্রমণের খবর দিতো যে দেশ, গত চার বছর সেখানে ম্যালেরিয়া রোগী একজনও পাওয়া যায়নি। তাই চীন ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা করা হচ্ছে। খবর বিবিসির।
মশার মাধ্যমে পরজীবীর সংক্রমণের চক্রটি ভাঙতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে চীন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, কয়েক দশক ধরে ম্যালেরিয়া নির্মূলে চীনের দৃঢ় পদক্ষেপের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি-সিসিপি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনের মধ্যে যখন এ খবরটি এল, তখন হু’র এই শংসাপত্রটিকে‘চীনের মানবাধিকারের জন্য একটি দুর্দান্ত অর্জন’ হিসেবে উল্লেখ করেছে সিসিপি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ান ওয়েন বিন বলেন, ‘সিপিসি এবং চীন সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং সমৃদ্ধি রক্ষায় সর্বদা অগ্রাধিকার দিয়েছে। ম্যালেরিয়া নির্মূল করে চীন জনস্বাস্থ্য এবং গোটা বিশ্বের মানবাধিকারে অগ্রগতিতেও দুর্দান্ত অবদান রাখল।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০১৯ সালে সারা বিশ্বে ২২ কোটি ৯০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুধুমাত্র আফ্রিকাতে সংক্রমণের হার ছিল ৯৪ শতাংশ।
মশার প্রজনন স্থলে নিয়মিত স্প্রে করার পাশাপাশি ম্যালেরিয়া বিরোধী ওষুধ ও মশারি বিতরণ কার্যক্রম নিয়মিত চালিয়ে গেছে।
ডব্লিউএইচও জানিয়েছে, ‘টানা চার বছরে একজনও ম্যালেরিয়া রোগী নেই ’-প্রতিবেদন পেশ করে ম্যালেরিয়া মুক্ত দেশের স্বীকৃতির জন্য আবেদন করতে পারবে। তবে নিজেদের দাবির সপক্ষে তথ্যপ্রমাণ হাজির করতে হবে। সেইসঙ্গে ভবিষ্যতে ওই দেশে আর কখনও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেবে না –এমন কর্মসূচিরও বর্ণনা দিতে হবে।
ডব্লিউএইচও জানিয়েছে, চীনের আগে আরও ৩৯টি দেশ ম্যালেরিয়া মুক্ত চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ম্যালেরিয়া মুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, আলজেরিয়া এবং উজবেকিস্তান।
চলতি বছরের শুরুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল একটি ভ্যাকসিন আবিস্কারের পর দাবি করেছে তা ম্যালেরিয়ার বিরুদ্ধে ৭৭ শতাংশ কার্যকর। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে তারা এই ভ্যাকসিনের ট্রায়ালও করেছিল। তবে তারা বলছে, কমপক্ষে চারটি দেশে পরীক্ষার পর তারা এই ভ্যাকসিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবে।
- বিষয় :
- চীন
- ম্যালেরিয়া
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা