ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

টিকা গ্রহণকারীদের ‘বাহুবলী’ আখ্যা দিলেন মোদি

টিকা গ্রহণকারীদের ‘বাহুবলী’ আখ্যা দিলেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০১:১৪

করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের ‘বাহুবলী’ আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সংসদে বাদল অধিবেশনে এক বক্তব্যে তিনি একথা বলেন বলে জিনিউজের প্রতিবেদেন জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই টিকা দেওয়া হচ্ছে ‘বাহুতে’ (হাত)। এ কারণে যারা টিকা নিচ্ছেন তারা বাহুবলী।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৪০ কোটির বেশি মানুষ ‘বাহুবলী’ হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে নরেন্দ্র মোদি করোনা মহামারি নিয়ে অর্থবহ আলোচনা করতে চান বলে জানান। তিনি বলেন, সংসদে বা এর বাইরে আমরা করোনা সংকট নিয়ে কথা বলতে চাই।

করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। প্রতিদিনই দেশটিতে বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। ভারতে চিহ্নিত হওয়া করোনার ধরন ‘ডেল্টা’ শুধু ভারতই নয় বিশ্বের শতাধিক দেশে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

সবমিলিয়ে ভারতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ১১ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় সোয়া চার লাখ।




আরও পড়ুন

×