ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

পাঁচ হাজার আফগানকে আশ্রয় দেবে আমিরাত

পাঁচ হাজার আফগানকে আশ্রয় দেবে আমিরাত

কাবুলে আফগান নাগরিকরা। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৪:৫৪ | আপডেট: ২১ আগস্ট ২০২১ | ০৫:৪৯

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা পাঁচ হাজার আফগান নাগরিককে সাময়িক আশ্রয় দেবে। যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগান নাগরিকদের আশ্রয়ের এ ঘোষণা দেয়া হয়। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আমিরাতের বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, উদ্ধারকারী মার্কিন বিমান কাবুল থেকে লোকদের উদ্ধার করে আমিরাতের উদ্দেশে রওনা দেবে। 

দেশটির আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী সুলতান মোহাম্মদ আল-শামসি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিশ্রুতির প্রমাণ এই উদ্যোগ।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত এই সংকটের শান্তিপূর্ণ ও বহুপাক্ষিক সমাধান খুঁজছে। এই অনিশ্চয়তায় আফগান নাগরিকদের সহায়তা করার প্রচেষ্টাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যেতে তারা আগ্রহী।

সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত আফগানিস্তান থেকে সাড়ে আট হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে।

আরও পড়ুন

×