কাবুল থেকে লোকজনকে সরানো বিপজ্জনক: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৫:১১
কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বিপজ্জনক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, লোকজনকে এভাবে সরিয়ে আনতে গিয়ে সেনাবাহিনী ঝুঁকির মুখে পড়তে পারে।
স্থানীয় সময় শুক্রবার বেলা একটার দিকে হোয়াইট হাউসে এসব কথা বলেন বাইডেন। খবর বিবিসির।
বাইডেন বলেন, আফগানিস্তান থেকে ১৩ হাজার মানুষকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। উড়োজাহাজে যেভাবে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, তা যথেষ্ট কঠিন কাজ ছিল।
বাইডেন আরও বলেন, মার্কিনদের মধ্যে যাঁরাই ঘরে ফিরতে চাইবেন, তাঁদেরই ফিরিয়ে নেওয়া হবে। যে ৫০ থেকে ৬৫ হাজার আফগান দেশ ছাড়তে চান, তাদেরও একইভাবে সরিয়ে নেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘শেষ পর্যন্ত কী হবে বা লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ঝুঁকিমুক্তভাবে শেষ করা যাবে কি না, এমন কোনো প্রতিশ্রুতি আমি দিতে পারছি না। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে আমি বলতে পারি, প্রয়োজনীয় সবকিছু আমি করব।’
আফগানিস্তান থেকে মানুষকে সরিয়ে নিতে সেখানে প্রায় ছয় হাজার মার্কিন সেনা রয়েছে। তবে আফগানিস্তান ছাড়তে চাইছেন এমন মানুষের ভিড় বাড়ছে। বিমানবন্দরে যাওয়ার আগে তাদের তালেবানের তল্লাশির মুখে পড়তে হচ্ছে।
- বিষয় :
- কাবুল
- আফগানিস্তান
- বিপজ্জনক
- জো বাইডেন
- যুক্তরাষ্ট্র