ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

তালেবানের সমর্থনে পোস্ট, গ্রেপ্তার ১৪

তালেবানের সমর্থনে পোস্ট, গ্রেপ্তার ১৪

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৭:১৪

আফগান তালেবানদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় ভারতের আসামের বিভিন্ন প্রান্ত থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মেডিকেল কলেজের শিক্ষার্থী।

আসাম পুলিশ সূত্র জানায়, আসামের ১১টি জেলা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাইলাকান্দির এক ডাক্তারি পড়ুয়া ছাত্র। এছাড়া কামরূপ, বারপেটা, ধুবুরি ও করিমগঞ্জ জেলা থেকে দু’জন করে এবং দারাং, কাছার, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া ও হোজাই জেলা থেকে একজন করে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাত থেকেই আসামজুড়ে ধরপাকড় শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য বিশেষ দল তৈরি করা হয়েছে। আশামন পুলিশের ডিআইজি ভায়োলেট বড়ুয়া নিজে এসব বিষয় তদারকি করছেন। 

আসাম পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান,আমরা সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চালাচ্ছি। কোথাও তালেবানের সমর্থনে পোস্ট হলেই ব্যবস্থা নেওয়া হবে। 

আসাম পুলিশ জানিয়েছে, তালেবানের সমর্থনে এভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হলে সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। ডিআইজি ভায়োলেট বড়ুয়া নেটিজেনদের কাছে আবেদন জানিয়েছেন, ‘এই ধরনের কোনও পোস্ট নজরে পড়লে পুলিশকে জানান।’


আরও পড়ুন

×