ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সরকার গঠন নিয়ে আলোচনায় কাবুলে বারাদার

সরকার গঠন নিয়ে আলোচনায় কাবুলে বারাদার

তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৭:৫০

আফগানিস্তানে সরকার গঠনের প্রশ্নে আলোচনার উদ্দেশ্যে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার শনিবার কাবুল পৌঁছেছেন। তালেবানের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, দেশটিতে একটি `অন্তর্ভুক্তিমূলক‘ সরকার গঠনের বিষয়ে তিনি তালেবান ও অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। খবর এনডিটিভির।

গনি সরকারের পতনের পর কাবুলে সম্প্রতি আরো যেসব নেতাকে দেখা গেছে, তাদের মধ্যে আছেন খলিল হাক্কানি। খলিল হাক্কানি যুক্তরাষ্ট্রের `মোস্ট ওয়ান্টেড‘ তালিকার ওপরের দিকে রয়েছেন। যুক্তরাষ্ট্র তার মাথার দাম ধার্য করেছে ৫০ লাখ ডলার।

তালেবানপন্থী সোশ্যাল মিডিয়া ফিডে দেখা গেছে, তিনি ১৯৯০ এর দশকের প্রথম দিকে তার প্রতিদ্বন্দ্বী দলের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে দেখা করেছেন। গুলবুদ্দিন হেকমতিয়ার আফগান রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ একজন নেতা

বারাদার এর আগে কাতারে অবস্থান করছিলেন। মঙ্গলবার তিনি আফগানিস্তানে ফিরে আসেন।

তার ফিরে আসার কয়েক ঘন্টার মধ্যে তালেবানের পক্ষ থেকে বলা হয়, তারা এবার নতুন নিয়মে কাজ করবে। ৯০ এর দশকে যে তালেবানি শাসনব্যবস্থা ছিল, তা এবার ভিন্নভাবে প্রতিষ্ঠিত হবে।

তালেবান বলেছে তাদের এবারের সরকার অন্তর্ভুক্তিমূলক হবে। তবে সরকারে কারা আসবে, সে ব্যাপারে খুব কমই বলা হয়েছে।

বারাদার ২০১০ সালে পাকিস্তানে গ্রেপ্তার হওয়ার পর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের চাপে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর তিনি কাতারে চলে যান। সেখানে তিনি শান্তি আলোচনায় তালেবানের পক্ষ থেকে দায়িত্ব পালন করেন।

শুক্রবার, তালেবান উপনেতা সিরাজউদ্দিন হাক্কানির চাচা খলিল হাক্কানিকে কাবুলের একটি মসজিদে নামাজ আদায় করতে দেখা যায়। এছাড়া তথাকথিত হাক্কানি নেটওয়ার্কের আরেকজন প্রধান নেতা-আনাস হাক্কানিও রাজধানীতে ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং আবদুল্লাহ আবদুল্লাহর সাথে দেখা করেছিলেন, যারা পূর্ববর্তী প্রশাসনের সামগ্রিক শান্তি প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছিলেন।

আরও পড়ুন

×