ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

অস্ট্র্রেলিয়ায় লকডাউনবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অস্ট্র্রেলিয়ায় লকডাউনবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৯:০১

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের ডেলটা ভাইরাস ছড়িয়ে পড়ার পর শনিবার দেশটিতে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এ দিনই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দেশটির লকডাউনবিরোধী বিক্ষোভকারীরা। এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৪৫৭ জন ও মারা গেছে ৩৭৫ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে করোনার সংক্রমণ। খবর এএফপির।

অস্ট্রেলিয়ায় শনিবার নতুন ৮৯৪ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে অস্ট্রেলিয়ায় কখনোই এক দিনে এতজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। অতি সংক্রামক ধরন ডেলটা অস্ট্রেলিয়ায় বিস্তারে হিমশিম খাওয়া সিডনিতে এ দিনও দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। টানা দুই মাসের বেশি লকডাউন চললেও ৫০ লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত শহরটি এখনও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে পারেনি।
এদিকে যুক্তরাষ্ট্রে শনিবার এক লাখ ৫১ হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হয়। আর আগের দিন শুক্রবার এক লাখ ৫৮ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়। পরিস্থিতির এ অবনতির পেছনে ডেলটা ভ্যারিয়েন্ট এবং অনেক অঙ্গরাজ্যে টিকাদান কার্যক্রমের ধীরগতির কথা বলা হচ্ছে।

আরও পড়ুন

×