ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

তালেবান সরকারের নেতৃত্বে কে এই মোল্লা হাসান?

তালেবান সরকারের নেতৃত্বে কে এই মোল্লা হাসান?

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১ | ১০:৫৯ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ | ০৭:১১

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার এই সরকার ঘোষণা করা হয়।

কিন্তু হঠাৎ করে সামনের সারিতে চলে আসা কে এই মোল্লা  মোহাম্মদ হাসান আখুন্দ?

বিবিসি জানায়, হাসান আখুন্দের জন্ম কান্দাহারে। তিনি তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা। বর্তমানে তালেবানের সিদ্ধান্ত-গ্রহণকারী পরিষদ রেহবারি শূরা বা নীতিনির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।

মোল্লা হাসান ২০ বছর ধরে রেহবারি শূরার প্রধান হিসেবে কাজ করছেন। তালেবান নেতাদের মধ্যে তার অনেক সুখ্যাতি রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, অপেক্ষাকৃত স্বল্প পরিচিত হলেও দীর্ঘদিন ধরে দলটির রাজনীতিতে যুক্ত রয়েছেন মোল্লা হাসান আখুন্দ।

১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আখুন্দ। জাতিসংঘের সন্ত্রাসী তালিকাতেও নাম রয়েছে তার।

একের পর এক শহর নিয়ন্ত্রণে নিয়ে গত ১৫ আগস্ট কাবুল দখলের ঘোষণা দেয় তালেবান। এর মাধ্যমেই ক্ষমতায় বসার কথা জানায় তারা। তালেবান কাবুল দখলের মুখে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে বিদেশ চলে যান।

মঙ্গলবার রাজধানী কাবুলে তালেবানবিরোধী বিক্ষোভে গুলির ঘটনার পর রাতে দেশটিতে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে তালেবান। এই সরকার ঘোষণার পাশাপাশি আফগানিস্তানকে একটি 'ইসলামিক এমিরেট' হিসেবে ঘোষণা দিয়েছেন তালেবান যোদ্ধারা।

তালেবানের পক্ষ থেকে বলা হয়, মোল্লা মোহাম্মদ হাসানের নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে।

আরও পড়ুন

×