ইরাকের আরবিল বিমানবন্দরে ড্রোন হামলা
ছবি: আনাদুলু এজেন্সি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২২:৩৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২২:৩৭
ইরাকের উত্তরাঞ্চলে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই বিমানবন্দর মার্কিন দূতাবাসের কাছেই অবস্থিত।
কুর্দি নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে স্থানীয় সময় শনিবার জানিয়েছে, দুটি ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি। বিমানবন্দরেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর এএফপির।
কুর্দি আঞ্চলিক সরকারের সন্ত্রাসবিরোধী ইউনিটের পরিচালক জানিয়েছেন, দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। সে সময় মার্কিন দূতাবাসের আশপাশে সাইরেন বেজে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা সদস্যরা আরবিল বিমানবন্দর এলাকা বন্ধ করে দিয়েছেন। গত কয়েক মাস ধরেই ইরাকে মার্কিন বাহিনী বা মার্কিন সদস্যদের অবস্থান লক্ষ্য করে এ ধরনের হামলা যেন স্বাভাবিক হয়ে গেছে। প্রায়ই সেখানে হামলার ঘটনা ঘটছে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার না করলেও ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকেই এসব হামলার জন্য দায়ী করছে যুক্তরাষ্ট্র।