ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মার্কিন দূতাবাসের কাছে ইরাকের বিমানবন্দরে ড্রোন হামলা

মার্কিন দূতাবাসের কাছে ইরাকের বিমানবন্দরে ড্রোন হামলা

আরবিল আন্তর্জাতিক বিমানবন্দর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৩:৩৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৩:৩৪

ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন দূতাবাসের কাছে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। কুর্দি নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এ হামলা হয়েছে। 

হামলায় কেউ হতাহত হয়নি। বিমানবন্দরেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর রয়টার্সের

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের রাজধানী হলো আরবিল। কুর্দি প্রেসিডেন্ট নেচিরাভন বারজানি সেখানকার প্রেসিডেন্ট।

আরবিল বিমানবন্দর জঙ্গিবিরোধী বাহিনীর ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। জঙ্গিবিরোধী দলের পরিচালক আহমেদ হোশিয়ার বলেছেন, হামলায় বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা ওই এলাকায় অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

সম্প্রতি কয়েক মাসে ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। তবে এসব হামলার দায় কেউ স্বীকার করেনি। ওয়াশিংটন ইরাকে এসব হামলার জন্য ইরান-সমর্থিত বাহিনীকে দায়ী করেছে।

আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে গত জুলাইয়ে বেশ কয়েকটি ড্রোন স্থাপন করা হয়। তবে এগুলোতে বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক সপ্তাহ আগে বাগদাদের বিমানবন্দরে তিনটি ড্রোন স্থাপন করা হয়। ওই বিমানবন্দরেও মার্কিন সেনা মোতায়েন ছিল।

কয়েক সপ্তাহ আগে বাগদাদে বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানো হয়। বিমানবন্দরে মার্কিন সেনা মোতায়েন করা হয়। ইরাকে ইরান ও যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশগুলোর সামরিক উপস্থিতি রয়েছে। ইরাকে ২ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×