'মৃত' জাওয়াহিরির নতুন ভিডিও প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৩
হঠাৎ করেই আল কায়দাপ্রধান 'মৃত' আইমান আল জাওয়াহিরির নতুন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরই দলটির হাল ধরেন জাওয়াহিরি। ২০২০ সালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে ৯/১১-এর হামলার ২০ বছরপূর্তিতে গত শনিবার এক ভিডিও বার্তায় দেখা যায় তাকে।
টেলিগ্রাম অ্যাপে 'জেরুজালেম উইল নট বি জুডাইজড' শিরোনামের ওই ভিডিও বার্তা প্রকাশ করে আল কায়দা। আর এর মধ্য দিয়ে জাওয়াহিরির মৃত্যু নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ ওই ভিডিও বার্তা থেকে এটা স্পস্ট, জাওয়াহিরি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। খবর জি নিউজের
৯/১১-এর সকালে জঙ্গিদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলগুলোতে জাওয়াহিরির প্রায় ৬০ মিনিটের ভাষণের প্রমো প্রকাশ করে আল কায়দা। এরপর জঙ্গি নেতার লেখা ৮৫২ পৃষ্ঠার একটি বইও টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে তারা। ভিডিওতে ২০২০ সালে নিহত হওয়া আল কায়দা উগ্রবাদীদের উদ্দেশে শোক প্রকাশ করা হয়।
জাওয়াহিরি যে বেঁচে আছেন, এ কথা অবশ্য আগেই জানিয়েছিল জাতিসংঘ। যদিও জাতিসংঘের তদন্ত দলের দাবি ছিল, বেঁচে থাকলেও অসুস্থ অবস্থায় রয়েছেন এ আল কায়দাপ্রধান। কিন্তু এদিনের ভিডিওতে দেখা গেছে রীতিমতো সুস্থ আছেন জাওয়াহিরি। তবে এতদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ এভাবে প্রকাশ্যে আসায় তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ছাড়া মৃত্যুর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এতদিন কেন তাকে আর কোনো ভিডিওতে দেখা যায়নি, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর জাওয়াহিরির এ প্রত্যাবর্তন। তবে এদিনের ভিডিওতে জাওয়াহিরি আফগানিস্তানে তালেবানের প্রত্যাবর্তন নিয়ে কিছু বলেননি। কেবল একবারই আফগানিস্তান প্রসঙ্গ শোনা গেছে তার মুখে। সেখানে জাওয়াহিরি বলেন, ২০ বছরের যুদ্ধ শেষ করে যুক্তরাষ্ট্র চূর্ণবিচূর্ণ হয়ে আফগানিস্তান থেকে চলে গেছে। একই সঙ্গে ৯/১১ হামলার প্রসঙ্গে জাওয়াহিরি বলেন, আল কায়দা যোদ্ধারা যেভাবে যুক্তরাষ্ট্রের 'হৃদয়ে' আঘাত করেছিল, তেমন আঘাত আগে তারা কখনও পায়নি।