ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

দুঃখ প্রকাশ করলেন জাকারবার্গ

দুঃখ প্রকাশ করলেন জাকারবার্গ

মার্ক জাকারবার্গ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১ | ২২:৪৬ | আপডেট: ০৫ অক্টোবর ২০২১ | ০১:৫৬

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে প্রায় ছয় ঘণ্টা বিভ্রাটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

জাকারবার্গ বলেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার এখন সচল। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য আমরা দুঃখিত। এসময় তিনি বলেন, 'আমি জানি, মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষায় আপনারা ফেসবুকের সঙ্গে কতটা সম্পৃক্ত।'

সোমবার সন্ধ্যার পর হঠাৎ করে একসঙ্গে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম তিনটির ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল। কিছুই কাজ করছিল না এ নিয়ে। এমনকি মেসেজিংও হচ্ছিল না।

ওয়েবসাইট মনিটরিং গ্রুপ ডাউনডিটেক্টর জানায়, বিশ্বব্যাপী এক কোটির বেশি মানুষ তাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

এদিকে এক টুইটবার্তায় ফেসবুক জানায়, 'ব্যবাসায়ী সম্প্রদায়সহ বিশ্বে বিপুল সংখ্যাক মানুষ আমাদের ওপর নির্ভরশীল। আমাদের সেবায় এই সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমরা অ্যাপ ও সেবা চালুর জন্য কঠোর পরিশ্রম করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।'

টুইট বার্তায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায়, ইনস্টাগ্রাম ফিরে এসেছে, কিন্তু ধীরে চলছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেরি হওয়ার জন্য দুঃখিত!

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দেওয়ার প্রায় ছয় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৪টার দিকে আবার এসব সেবা পেতে শুরু করেন গ্রাহকরা। এত দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠান তিনটির সেবা বন্ধ থাকার ঘটনা বিরল। সর্বশেষ ২০১৯ সালে ফেসবুক ও অন্যান্য অ্যাপে ১৪ ঘণ্টার মতো এ ধরনের সমস্যা ছিল।

whatsapp follow image

আরও পড়ুন

×