গ্রহাণুর অনুসন্ধানে মহাকাশে গেল 'লুসি'

নাসার মহাকাশযান 'লুসি'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ১০:১৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ১০:১৭
পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির কক্ষপথে যাত্রা করেছে নাসার মহাকাশযান 'লুসি'। শনিবার যুক্তরাষ্ট্রের কেপ কেনভেরাল থেকে 'অ্যাটলাস ভি' রকেটে চেপে লুসি মহাকাশে পাড়ি জমায়। লুসিই প্রথম কোনো সৌরশক্তিচালিত মহাকাশযান, যেটি সৌরমণ্ডলের সূর্য থেকে এতটা দূরে যাচ্ছে। আদিমতম মানুষের বিশেষ একটি প্রজাতির নামে নামকরণ করা হয়েছে নাসার এই মহাকাশযানের। খবর বিবিসি ও এএফপির।
যাত্রাপথে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাড়তি শক্তি নিতে ১২ বছরে পৃথিবীর পাশ দিয়েও তিনবার উড়ে যাবে লুসি। সৌরমণ্ডলের বাইরের প্রান্তে গিয়ে লুসির আগে আর কোনো মহাকাশযান আবার পৃথিবীর কাছাকাছি ফিরে আসেনি। তাই এ ব্যাপারেও লুসি ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলতে চলেছে বলে জানিয়েছে নাসা।
ঠিক চার বছরের মাথায় ২০২৫-এ লুসি প্রথম যে গ্রহাণুটিতে পৌঁছবে, তার নাম 'ডোনাল্ড জোহানসন'। ২০২৭ থেকে ২০৩৩ সালের মধ্যে বাকি সাতটি গ্রহাণুতে যাবে।