ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রাশিয়ায় করোনায় দিনে সহস্রাধিক মৃত্যু

রাশিয়ায় করোনায় দিনে সহস্রাধিক মৃত্যু

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ১০:৫১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ১০:৫১

রাশিয়ায় করোনায় এক দিনে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৩ হাজার ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক হাজার দুই জনের। মহামারি শুরুর পর দেশটিতে এটিই এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে রাশিয়ায় টানা তৃতীয় দিনের মতো করোনায় সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণের তথ্য রেকর্ড করা হলো। খবর এএফপির।

মহামারি শুরু হওয়ার প্রথম দিকে রাশিয়ায় করোনা নিয়ন্ত্রণে থাকলেও গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে। দেশের অর্থনীতি সচল রাখতে সংক্রমিত এলাকাগুলোতে দৈনন্দিন জীবনযাপনের ওপর কঠোর কোনো বিধিনিষেধ আরোপ করেনি কর্তৃপক্ষ। রাশিয়া নিজ ব্যবস্থাপনায় করোনার টিকা উৎপাদন ও বিপণন করলেও দেশটিতে এখন পর্যন্ত মাত্র ৩১ শতাংশ নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×