দুবাইয়ের সঙ্গে জম্মু ও কাশ্মীর প্রশাসনের সমঝোতা চুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১ | ০৪:৫২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ | ০৫:১৩
ভারতের জম্মু ও কাশ্মীর প্রশাসন নানামুখী উন্নয়নে দুবাই সরকারের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত করেছে। এসব উন্নয়নের মধ্যে রিয়েল এস্টেট, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আইটি টাওয়ার, বহুমুখী টাওয়ার, লজিস্টিকস, মেডিকেল কলেজ এবং বিশেষায়িত হাসপাতাল রয়েছে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুবাই থেকে বিভিন্ন সংস্থা জম্মু ও কাশ্মীরে বিনিয়োগ করতে আগ্রহী ছিল। এই সমঝোতা চুক্তিটি এমন একটি মাইলফলক যা অনুসরণ করে বিশ্বের অন্যান্য দেশওিএখানে বিনিয়োগে আগ্রহী হবে।
গোয়েল আরও বলেন, এই সমঝোতা চুক্তির মধ্য দিয়ে ভারতকে বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত করতে জম্মু ও কাশ্মীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। মন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের শিল্পখাত উন্নয়নের জন্য ইতোমধ্যে ২৮ হাজার ৪০০ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই পদক্ষেপ রাজ্যে আমদানি-রপ্তানি, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ব্যবসার উন্নয়নের সহায়ক হবে। সূত্র: এএনআই