৯ লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড অযোধ্যায়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০২:১৮ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০২:২৩
দীপাবলি উপলক্ষে ৯ লাখেরও বেশি মাটির প্রদীপ (দিয়া) জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করেছে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায়। সরযূ নদীর তীরে এসব প্রদীপ জ্বালানো হয়। এছাড়াও দীপাবলি উদযাপনের অংশ হিসাবে এ দিন হিন্দু ধর্মলম্বীদের পবিত্র এই নগরীর বিভিন্ন স্থানে আলাদাভাবে আরও তিন লাখ প্রদীপ জ্বালানো হয়।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদেন বলা হয়েছে, যোগীরাজ্যের তথ্য এবং জনসংযোগ দপ্তরের আইএএস অফিসার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই প্রশংসাপত্রের ছবি।
তবে এটিই প্রথমবার নয়। এর আগে ২০১৯ সালে দীপাবলি উপলক্ষে অযোধ্যায় জ্বালানো হয়েছিল ৬ লাখ মাটির প্রদীপ। তখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল অযোধ্যার। এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল অযোধ্যা।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইটারে প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সরযূর তীরে অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। ১২ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালানোর কাজে হাত লাগিয়েছিলেন। রাম কি পেড়ি ঘাটে লেজার শো-এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল রামায়ণের বিভিন্ন দৃশ্য।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইটারে লিখেছেন, পবিত্র নগরী অযোধ্যার সরযূ তীর প্রদীপের আলোয় জীবন্ত হয়ে উঠেছে। সব মিলিয়ে দীপাবলীর প্রাক্কালে নতুন রেকর্ডের সাক্ষী ‘রাম জন্মভূমি।
- বিষয় :
- অযোধ্যা
- মাটির প্রদীপ
- বিশ্ব রেকর্ড
- দীপাবলি