ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

দক্ষিণ কোরিয়ায় প্রথমবার ওমিক্রনে ২ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় প্রথমবার ওমিক্রনে ২ জনের মৃত্যু

এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ১৩১৮ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। ছবি: দ্য গার্ডিয়ান।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৫:০৫ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০৫:০৫

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে এই প্রথমবার দুই জনের মৃত্যুর কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত সপ্তাহে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়।  

সোমবার এক সংবাদ সম্মেলনে কোরিয়া ডিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাজেন্সি (কেডিসিএ) কর্তৃপক্ষের সদস্য পার্ক ইয়ং জন এই তথ্য জানান। খবর দ্য গার্ডিয়ান ও সিএনএনের।  

পার্ক বলেন, ২৭ ডিসেম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর গনজুর একটি নার্সির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা যান। আর গত বুধবার অন্য আরেক রোগী ওমিক্রনে মারা গেছেন। দু’জনের বয়সই ৯০ ছিল।  

২৭ ডিসেম্বর মারা যাওয়া ব্যক্তি অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিয়েছিলেন। মৃত্যুর আগের দিন তার করোনা শনাক্ত হয়। আর গেল বড়দিনে অপর ব্যক্তির করোনা শনাক্ত হয়েছিল। পরে বুধবার তিনি মারা যান। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এখন পর্যন্ত দেশটিতে ১৩১৮ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এর মধ্যে ৭০৩ জন বিদেশ থেকে এবং ৬১৫ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। 


আরও পড়ুন

×