কলম্বিয়ায় সশস্ত্র সংঘাতে নিহত অন্তত ২৩

ছবি: আল-জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ২৩:০০ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ২৩:৩৪
কলম্বিয়ার আরাউকা প্রদেশে দু’টি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের মধ্যে লড়াইয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো একথা জানিয়েছেন। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সীমান্তবর্তী আরাউকায় রোববার বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যদের সঙ্গে অপর বিদ্রোহী গোষ্ঠী রেভলুশ্যনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি) ভিন্নমতাবলম্বীদের লড়াই শুরু হয়; এফএআরসির এই অংশটি ২০১৬ সালে হওয়া একটি শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল।
রোববার রাতে এক বিবৃতিতে কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মাদক পাচারের মতো অবৈধ অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে গোষ্ঠী দু’টির মধ্যে লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ের কারণে ১২টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে কলম্বিয়ার মানবাধিকার ন্যায়পাল জানিয়েছেন।
হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) আমেরিকা বিষয়ক জ্যেষ্ঠ তদন্তকারী হুয়ান পাপিয়ের টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ওই লড়াইয়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে খবর পেয়েছেন তারা। সেখানে ঘর ছাড়া করার ও অপহরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
- বিষয় :
- কলম্বিয়া
- সশস্ত্র সংঘাত
- নিহত
- লড়াই