ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কিয়েভে রুশ যুদ্ধবিমান ‘বিধ্বস্ত’

কিয়েভে রুশ যুদ্ধবিমান ‘বিধ্বস্ত’

রাশিয়ার একটি যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ২১:৫৫ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:২৮

ইউক্রেনের রাজধানীয় কিয়েভে রাশিয়ার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার সকালে এ যুদ্ধবিমান বিধস্ত হয়। খবর বিবিসির।

অসমর্থিত সূত্রের বরাতে খবরে বলা হয়, শহরের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়েছে এবং একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কিয়েভের ডার্নিটস্কি জেলায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে খবরে বলা হয়, আগুন লেগেছে কিয়েভের একটি নয় তলার আবাসিক ভবনে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোর বরাত দেওয়া হয়েছে সেসব প্রতিবেদনে। তিনি বলেন, এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে

আরও পড়ুন

×