ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

‘১৯৪১ সালের পরে কিয়েভ এমন ভয়ঙ্কর রকেট হামলা দেখেনি’

‘১৯৪১ সালের পরে কিয়েভ এমন ভয়ঙ্কর রকেট হামলা দেখেনি’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:৪২ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:২৮

কিয়েভে রাশিয়ার রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।

শুক্রবার টুইটারে তিনি এ নিন্দা জানান। খবর বিবিসির। 

টুইটারে কুলেবা লেখেন, কিয়েভে রাশিয়া ভয়ঙ্কর রকেট হামলা চালিয়েছে। শেষবার আমাদের রাজধানী ১৯৪১ সালে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। সে সময় হামলা চালিয়েছিল নাৎসি জার্মানি।

তিনি আরও লেখেন, ইউক্রেন সে সময় শত্রুদের পরাজিত করেছে এবং এখনও করবে। পুতিনকে থামান। রাশিয়াকে বিচ্ছিন্ন করুন। তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করুন। রাশিয়াকে সব জায়গা থেকে বের করে দিন।

ইউক্রেনের সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্তন হেরাশচেঙ্কো জানান, ‍শুক্রবার ভোরে তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়তো ব্যবহার করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়, আমাদের একটি টিম কিয়েভের কেন্দ্রস্থলে শুক্রবার সকালে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। এ ছাড়া কাছাকাছি দূরত্বে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, আগুন লেগেছে কিয়েভের একটি নয় তলার আবাসিক ভবনে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোর বরাত দেওয়া হয়েছে সেসব প্রতিবেদনে। তিনি বলেন, এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

×