রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০০:৩৭ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০০:৩৭
ইউক্রেনে হামলা ও সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার উপর ইতোমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। এবার ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করেছে সিঙ্গাপুর। শুধু তাই নয়, পশ্চিমা দেশগুলোর মতো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে এশিয়ার এই দেশটি।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কিছু রাশিয়ান ব্যাংকের উপর রপ্তানি নিয়ন্ত্রণ ও আর্থিক সীমা আরোপ, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের উপর বিধিনিষেধ এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করতে পারে এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিষেবা প্রদান নিষিদ্ধ করবে সিঙ্গাপুর।
এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান সংসদে বলেছিলেন যে, 'রাশিয়ার বিরুদ্ধে যথাযথ নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপের জন্য বিশ্বের অন্যান্য অনেক সমমনা দেশের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা পোষণ করেছে সিঙ্গাপুর।'
ইউক্রেনে রাশিয়ার এমন আগ্রাসন নিয়ে ইতোমধ্যেই নিন্দা জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। তবে আঞ্চলিক প্রতিবেশীদের মধ্যে প্রথম দেশ হিসেবে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে সিঙ্গাপুর।