ইউক্রেনের মারিওপোল থেকে যেভাবে বের হতে পারবেন বাসিন্দারা

ছবি: এপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০২:৪২ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৩:০০
ইউক্রেনের মারিওপোল শহর কয়েকদিন ধরে ঘিরে রেখেছে রুশ সেনারা। ফলে সেখানে মানবিক বিপর্যয় ঘটার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। এ সময় লড়াই বন্ধ রাখা হবে।
শনিবার রাশিয়ার এ সাময়িক যুদ্ধবিরতির ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেন। খবর বিবিসির।
মারিওপোলে সাময়িক যুদ্ধবিরতি সম্পর্কে যা জানাল সিটি কাউন্সিল
** যুদ্ধবিরতি কার্যকর থাকবে স্থানীয় সময় ৯টা থেকে পরবর্তী সাত ঘণ্টা।
** বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু হবে স্থানীয় সময় ১১টা থেকে।
** করিডোরের রুট হচ্ছে মারিওপোল থেকে জাপোরিঝঝিয়া। এটি মারিওপোলের পশ্চিমে অবস্থিত।
** শহরের তিনটি এলাকা থেকে বাস ছাড়বে। এ ছাড়া ব্যক্তিগত গাড়ির মাধ্যমেও মানুষ শহর ছাড়তে পারবেন নির্দিষ্ট রুট অনুসরণ করে।
** বাস চালকদের গাড়ির পুরো জায়গায় বাসিন্দাদের বহনে ব্যবহার করার অনুরোধ জানিয়েছে শহর কর্তৃপক্ষ।
** নির্দিষ্ট করে দেওয়া রুটে বাইরে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।