যুদ্ধ করতে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি ইউক্রেনীয়

যুদ্ধ করতে দেশে ফেরা দুই ইউক্রেনী। ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৩:০৩ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৩:১৪
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা চালাচ্ছে রাশিয়া। এর পর থেকে নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তখন থেকে এ পর্যন্ত বিদেশে থাকা ৬৬ হাজারের বেশি ইউক্রেনী যুদ্ধ করার জন্য দেশে ফিরেছেন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এ তথ্য জানান। খবর বিবিসির।
ওলেক্সি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ২২৪ জন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রুশ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় বহু ইউক্রেনী দেশে ফিরেছেন। আমরা অপরাজেয়।
এদিকে যুদ্ধের দশম দিনে এসে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। এ সময় লড়াই বন্ধ রাখা হবে।
শনিবার রাশিয়ার এ সাময়িক যুদ্ধবিরতির ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনও।
এর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।