ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মানবিক করিডোর: মারিওপোলের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু

মানবিক করিডোর: মারিওপোলের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৩:২৫ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৩:২৫

রাশিয়ার ‘মানবিক করিডোর’ ঘোষণার পর ইউক্রেনের দক্ষিণ-পূর্ব শহর মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় ১১টা থেকে মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এজন্য শহরের তিনটি স্থানে বাসিন্দারদের জন্য বাসের ব্যবস্থা করেছে মারিওপোল সিটি কাউন্সিল।

এছাড়া ব্যক্তিগত গাড়ির মাধ্যমেও শহর ছাড়তে পারবেন মারিওপোলের বাসিন্দারা। তবে এজন্য অনুসরণ করতে হবে নির্দিষ্ট রুট। নির্দিষ্ট করে দেওয়া রুটের বাইরে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের শহর ত্যাগ করার জন্য করিডোরের নির্দিষ্ট রুট হচ্ছে মারিওপোল থেকে জাপোরিঝঝিয়া। ইউক্রেনের উত্তর-পশ্চিমে জাপোরিঝিয়া শহরটি অবস্থিত। স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত এই রুট ধরে নিরাপদে শহর ছাড়তে পারবেন বাসিন্দারা।

এদিকে বেশ কয়েকদিন ধরে ইউক্রেনের মারিওপোল শহর ঘিরে রেখেছে রুশ সেনারা। ফলে সেখানে মানবিক বিপর্যয় ঘটার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ‘মানবিক করিডোর’ খোলার আহ্বান জানান মারিওপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো।

এর কিছুক্ষণ পর মারিওপোল ও ভলনোভাখার শহরের বাসিন্দাদের জন্য ‘মানবিক করিডোর’ খুলে দেওয়ার ঘোষণা দেয় রাশিয়া। এসময় দুই শহরে লড়াই বন্ধ রাখা হবে বলেও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন

×