ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মাত্র ৪০০ মানুষকে সরানো হয়েছে: ইউক্রেন

মাত্র ৪০০ মানুষকে সরানো হয়েছে: ইউক্রেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৯:১৫ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৯:১৬

সংক্ষিপ্ত সময় চলা যুদ্ধবিরতিতে ভলনোভাখা এবং এর কাছের বসতি থেকে মাত্র ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। সাময়িক এই যুদ্ধবিরতির সময় এলাকাটি থেকে ১৫ হাজারেরও বেশি মানুষকে সরানোর প্রাথমিক পরিকল্পনা ছিল। খবর বিবিসি অনলাইনের। 

এই ব্যাপারে ইউক্রেনের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো বলেনে, যদিও আরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার ইচ্ছা এবং সেই অনুযায়ী যানবাহনের ব্যবস্থা হয়েছিল।  কিন্তু সেটা বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি, কারণ রাশিয়া আবারও নিষ্ঠুরভাবে ভলনোভাখায় গোলা নিক্ষেপ শুরু করে। তাই সেখানে যাতায়াত করা ভয়ঙ্কর হয়ে পড়েছিল।  

এ ছাড়া ইউক্রেনের বন্দর শহর মারিওপোল থেকেও মানুষজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই শহরেও রাশিয়া পুনরায় আক্রমণ শুরু করে বলে অভিযোগ ইউক্রেনের।

এই ব্যাপারে মারিওপোলের ডেপুটি মেয়র সেরহাই অরলভ বলেছেন, 'রুশরা আমাদের ওপর বোমা ফেলছে। এখনও তারা আমাদের ওপর গোলাবর্ষণ করে চলেছে।'

তিনি আরও বলেন, 'মারিওপোলে কোন যুদ্ধবিরতি নেই, শরণার্থী যাতায়াতের পথেও কোন যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চায়, কিন্তু তারা গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না।'

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয়ান ‘জাতীয়তাবাদীরা’ বেসামরিক নাগরিকদের শহর ত্যাগে বাধা দিয়েছে। বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে বের হয়ে যেতে মানবিক করিডোর স্থাপনের পর রাশিয়ান বাহিনী আক্রমণের শিকার হয়েছে। 

এর আগে শনিবার সকালে ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিওপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৫ মার্চ মস্কো সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি পালন করা হচ্ছে এবং মারিওপোল ও ভলনোভাখা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে মানবিক করিডোর খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×