‘আমি আর কাঁদতে চাই না’

মার্তা শোকালো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ২২:৪০ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ২২:৪০
‘আমরা এখন যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ পার করছি, আমরা এখনও ভালো আছি। আমি খেয়াল করে দেখেছি-আমি এখন আর কাঁদতে চাই না।’ বলছিলেন বিবিসির ইউক্রেনীয় সার্ভিসের মার্তা শোকালো। তিনি ইউক্রেন সংকটের মধ্যে তার ১০ দিনের জীবন বর্ণনা করেছেন।
রোববার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মার্তা শোকালো বলেন, আমি সারারাত খবর পড়ার পর দিন শুরু করি। এরপর ইউক্রেনের চারপাশে নতুন বিস্ফোরণ গণনা করি। দুইদিন আগেও কিয়েভে বড় রকেট হামলার শব্দে আমি জেগে উঠি। সেখানে আমার বাবা থাকেন। তাকে ফোন করার সাহস জোগাড় করতে আমার ১০ মিনিট সময় লেগেছে-শুধু তাকে জিজ্ঞাসা করতে তিনি ঠিক আছেন কিনা, তার সঙ্গী ঠিক আছেন কিনা? তারা ঠিক ছিল, পরে আমি স্বস্তি পাই।
আমার মা নিজের চেয়ে তার কুকুর এবং বিড়ালদের জন্য কীভাবে খাবার পাবেন তা নিয়ে বেশি চিন্তিত। তিনি আমাকে একদিন আনন্দের সঙ্গে ফোন করেছিলেন শুধু দুইটা রুটি কিনতে পারার জন্য। তিনি এমন এক শহরে থাকেন যেখানে একসময় প্রচুর খাবার পাওয়া যেতো।
আমি এখন যে গ্রামে বসবাস করছি, সেখানে স্থানীয় লোকরা দুটি চেকপোস্ট করেছে। তারা তাদের সবকিছু দিয়ে ছোট সম্প্রদায়কে রক্ষা করতে প্রস্তুত।
ইউক্রেনীয়দের মধ্যে ঐক্য এতটা শক্তিশালী ছিল না। তবে এখন তারা মৌমাছির মতো তাদের মৌচাক রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। তারা বিজয়ের আশা করছে।
- বিষয় :
- রাশিয়া
- ইউক্রেন
- বিস্ফোরণ
- সাক্ষাতকার