কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার হুমকির জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পর দোষারোপ করছে। আওয়ামী লীগ-বিএনপি বলে কথা না, ভিসার জন্য হুমকি দেওয়া বাংলাদেশের জন্যই লজ্জাজনক।

গতকাল শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ‘মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ভ্রাম্যমাণ হাসপাতাল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোড়ক উন্মোচন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক কমান্ডার এমও গণি, মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, দলের কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ। 

এইচকে/