পৃথিবীর দূররেখা এসে সাঁওতাল নদীর কোমর ছুঁয়ে ঢেউ ঢেউ মিলিয়ে যায়। আহা আঁকিয়ে সম্রাট, শুনেছি তুমি বাংলাদেশবিষয়ক অঙ্কন প্রতিযোগিতায় শুধু ইউটার্ন ব্যবহার করো। ব্যাপার মন্দ নয়, হাঁটুতে যাদের আলো থাকে তারাই নাচের তলে ফোটাতে পারে সোনালু আঁধার। সহায় ঘুঙুরের নামে দৃশ্যের স্রোতে ভাসাতে রাখে একক অধিকার। আমি খুশিমুখ নিয়ে মিশমিশে ডেরায় বসে দেখতে পারি সম্ভাব্য আলোকিত ভোরের প্রয়োগ- যা আমার একান্ত পারদ। আজ এই অক্ষরনিহিত রাতে ভাবতেই বেগানা লাগে, হাছন-লালন-সুলতানের দেশে কারা যেন আমিঘাতী- তোমার মুখে সাদা সাদা দুঃখ বিস্তার করতে ভীষণ বেপরোয়া। এদিক আমরা ক'জন স্বপ্নদেখক খোসপাঁচড়া দিবস নিয়ে জ্যোতিষরেখায় আয়ুযাপন করি।
অরবিন্দ চক্রবর্তী
প্রকাশ: ২০ মার্চ ২০ । ০৩:০৫ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন