মুজিব বাংলার-বাংলার মুজিব, জয় বাংলা জয় শেখ মুজিব
দিয়েছ ভাষা দিয়েছ দেশ, তুমি অমর তুমিই বাংলাদেশ
কোমল সদা হাস্যোজ্বল শান্তির প্রতীক 'জুলিও কুড়ি' শেখ মুজিব
তুমি গর্জন তুমি বর্ষণ তুমি রুদ্র তুমি বজ্রকণ্ঠ
কোটি বাঙালির অন্তরে সদা সজীব তুমি শেখ মুজিব
তুমি উত্তাল তুমি বিপল্গব তুমি বিদ্রোহ তুমি স্বাধীনতা
পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত করা বাঙালির বিজয়দাতা
তোমার রক্তে রঞ্জিত এদেশ কাউকে দেব না কভু মুজিবের বাংলাদেশ
কৃষক শ্রমিক জনতার এদেশ-সোনার বাংলা আমার বাংলাদেশ
পাহাড়ের নীরবতা নির্মল সাগর জল পূর্ণিমার স্নিগ্ধ পরশ রবে যতদিন
বাঙালির রক্ত কণিকায় অন্তরে অন্তরে তুমি রবে চিরদিন
জনম শতবর্ষে দেখছি তোমায় বৃক্ষ আকাশ নদী ঘাট মাঠ দূর মেঠোপথে
তোমার স্বপ্ন পূরণে আমরা আছি বাংলার পথে পথে
ভালোবাসি ভালোবাসি বুক ভরে ভালোবাসি শুধুই তোমাকে
মুজিব বাংলার-বাংলার মুজিব জয় বাংলা জয় শেখ মুজিব।
দিয়েছ ভাষা দিয়েছ দেশ, তুমি অমর তুমিই বাংলাদেশ
কোমল সদা হাস্যোজ্বল শান্তির প্রতীক 'জুলিও কুড়ি' শেখ মুজিব
তুমি গর্জন তুমি বর্ষণ তুমি রুদ্র তুমি বজ্রকণ্ঠ
কোটি বাঙালির অন্তরে সদা সজীব তুমি শেখ মুজিব
তুমি উত্তাল তুমি বিপল্গব তুমি বিদ্রোহ তুমি স্বাধীনতা
পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত করা বাঙালির বিজয়দাতা
তোমার রক্তে রঞ্জিত এদেশ কাউকে দেব না কভু মুজিবের বাংলাদেশ
কৃষক শ্রমিক জনতার এদেশ-সোনার বাংলা আমার বাংলাদেশ
পাহাড়ের নীরবতা নির্মল সাগর জল পূর্ণিমার স্নিগ্ধ পরশ রবে যতদিন
বাঙালির রক্ত কণিকায় অন্তরে অন্তরে তুমি রবে চিরদিন
জনম শতবর্ষে দেখছি তোমায় বৃক্ষ আকাশ নদী ঘাট মাঠ দূর মেঠোপথে
তোমার স্বপ্ন পূরণে আমরা আছি বাংলার পথে পথে
ভালোবাসি ভালোবাসি বুক ভরে ভালোবাসি শুধুই তোমাকে
মুজিব বাংলার-বাংলার মুজিব জয় বাংলা জয় শেখ মুজিব।
মন্তব্য করুন