পিতার ছবিটি দ্যাখো- চিত্রপটে খুনের পৃথিবী
আগস্টের রাতে জাগে দোয়েলের ডালভাঙা স্বর;
ঝাঁঝরা পাঁজর চিরে ভেসে আসে কান্নার ভৈরবী
রক্তলাল পতাকায় ভিজে ওঠে বত্রিশের ঘর।

টাঙ্গানো ছবির মত টুঙ্গিপাড়া শালুকের বিল
সাঁতরে হয়েছে পার সেই ছেলে দীঘির কিনারে;
বুকে যার মানচিত্র- মা, মাটি ও আকাশের নীল
দাবায়ে রাখতে পারে বলো দেখি কে আর তাহারে?

চে গুয়েভারা তোমাকে লিখে দেয় লাল নোটবুক
কাস্ত্রোর কাস্তেটা বলে বিশ্বনেতা সটান স্যালুট;
ইন্দিরা আঙুল খুলে দিয়ে যায় গোলাপ কোরক
জুলিও কুরির শোভা- দ্যুতি জ্বলে নক্ষত্র চুরুট।

পিতার ছবিটি দ্যাখো আজো সেই সুরেলা সজীব
শব্দেরা ঝরছে বুকে, সুর শোনো, মুজিব মুজিব।

বিষয় : রক্তচিত্র

মন্তব্য করুন