সকাল থেকে দেখতে পাচ্ছি
রঙঅন্ধ পৃথিবীটা একদিকে ঝুঁকে পড়েছে-

অবিশ্বাস, ট্যাবু ও টোটেম- আজ আর কোথাও শ্যাওলার
পিচ্ছিলতা নেই; আজন্ম রঙের নিভৃতি থেকে পরিত্রাণ নিয়ে
ব্যক্তিগত অবয়ব পেয়ে উঠে যাচ্ছে সুউচ্চ চূড়ায়

আজ আর কারো জন্ম নেই- মৃত্যু নেই- তবু
প্রতিটি বিপরীত গোলার্ধ থেকে হামলে পড়েছে সূর্যোদয়
প্রতিটি কাঙ্ক্ষিত বিশ্বাস থেকে উগরে পড়ছে লাল

১৯২০ সাল, ১৭ মার্চ

হেলে পড়া পৃথিবীর দিকে দাঁড়িয়ে যেতে দেখলাম মুক্তাঞ্চল
প্রগাঢ় সত্যের মতো বাহুবল, সেই এক গাণিতিক কোলাহল

বিদীর্ণ সম্ভাষণের মতো লাফিয়ে নামতে দেখলাম
পৃথিবীর শুদ্ধতম ভাষা, নির্বাচিত অক্ষরের অবিশ্বাস্য শিরোনাম

শে খ মু জি বু র র হ মা ন

বস্তুত, ঝুঁকে পড়া পৃথিবীর বিপরীতে আন্দোলিত
এক বিপুল উল্লম্ফন

এমনতরো সুচিন্তিত বর্ণমালা গড়াতে গড়াতে ভোর
এই সব প্রগাঢ় উচ্চারণ উচ্চকিত হতে হতে
পৃথিবীতে স্ব উদ্ভাবিত নাম- 'বাংলাদেশ'

বিষয় : অবিশ্বাস্য শিরোনাম

মন্তব্য করুন