স্বাধীনতা লিখতে লিখি জাতির পিতার নাম, দেশের কথা ভাবতে কাঁদি পিতা হারালাম।
দেশের কথা লিখতে গিয়ে তোমার কথাই লিখি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমার ছবি দেখি। লালসবুজের পতাকাটা বাতাস এলে নড়ে, সাতই মার্চের বজ্রকণ্ঠ তোমায় মনে পড়ে। প্রভাতফেরির ভোরে সবাই শোকের সুর ধরে, সে-ভোরেও জাতির পিতা তোমায় মনে পড়ে। জয় বাংলা জয় বাংলা বাজলো তোমার ঠোঁটে, বাংলা নামের সহস্র ফুল তোমার কণ্ঠে ফোটে। যখন আমি স্মরণ করি তোমার বিশাল হাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মুজিব মুজিব মুজিব নামে বিজয় বাঁশি বাজে, এই সবুজের শ্যামলীমায় দেশটি অরূপ সাজে।
আমি বাংলাদেশের লোক আমি স্বাধীন দেশের লোক, বঙ্গবন্ধু জাতির পিতা গর্বে ভরায় বুক।
দেশের কথা লিখতে গিয়ে তোমার কথাই লিখি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমার ছবি দেখি। লালসবুজের পতাকাটা বাতাস এলে নড়ে, সাতই মার্চের বজ্রকণ্ঠ তোমায় মনে পড়ে। প্রভাতফেরির ভোরে সবাই শোকের সুর ধরে, সে-ভোরেও জাতির পিতা তোমায় মনে পড়ে। জয় বাংলা জয় বাংলা বাজলো তোমার ঠোঁটে, বাংলা নামের সহস্র ফুল তোমার কণ্ঠে ফোটে। যখন আমি স্মরণ করি তোমার বিশাল হাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মুজিব মুজিব মুজিব নামে বিজয় বাঁশি বাজে, এই সবুজের শ্যামলীমায় দেশটি অরূপ সাজে।
আমি বাংলাদেশের লোক আমি স্বাধীন দেশের লোক, বঙ্গবন্ধু জাতির পিতা গর্বে ভরায় বুক।
মন্তব্য করুন