আপনার সঙ্গে আমি আমার খুব মিল পাই
যেমন পাই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে
যেমন পাই কাজী নজরুল ইসলামের সঙ্গে
এই গাঙেয় বদ্বীপে আপনাদের পলিমাটি দিয়েই
তৈরি হয়েছে আমাদের শরীর

আমাদের ইতিহাসে ও ভূগোলে আপনি
রাজনীতি ও সমাজনীতিতে আপনি
সংবিধানে ও সার্বভৌমত্বে আপনি
গণপ্রজাতন্ত্রে ও জনজীবনমন্ত্রে আপনি
আমাদের সংস্কৃতি ও দর্শনে আপনি
ঐতিহ্যে ও কিংবদন্তিতে আপনি
ভাষায় ও সঙ্গীতে আপনি
স্মৃতি ও শ্রুতিতে আপনি
আমাদের আবাহনে ও আয়োজনে আপনি
অসীমে ও আয়তনে আপনি
আমি আমার অস্তিত্বে আপনাকে অনুভব করি অহর্নিশ

আপনি আকাশ নন
কিন্তু আমি আকাশে কান পেতে শুনি আপনার বজ্রকণ্ঠ
আপনি সূর্য নন
কিন্তু আপনার ব্যক্তিত্বে সূর্যের তেজদীপ্তি
আপনি বিজলি নন
কিন্তু মেঘের ঠোঁটে আপনার হাসির বিজলিপ্রভা
আপনি নক্ষত্র নন
কিন্তু কালরাত্রির অন্ধকারে ধ্রুবনক্ষত্র হয়ে
জ্বলজ্বল করে আপনার চোখের তারা
আপনি সমুদ্র নন
কিন্তু সমুদ্রের গভীরতা আর প্রসারতা আপনার হৃদয়ে
আপনি পর্বত নন
কিন্তু আপনার উদ্যত তর্জনী ছাড়িয়ে যায় পর্বতের চূড়া
আপনি চন্দ্র নন
কিন্তু স্বদেশ ও স্বজাতির প্রতি আপনার প্রেমে
অমল ধবল চন্দ্রকিরণ

আমার মন ও মনন তৈরি হয়েছে আপনার ছায়ায়
আমার ভালোবাসা ও মমতা তৈরি হয়েছে আপনার মায়ায়
আপনি অধিকার করে আছেন আমার চেতনা ও অঙ্গীকার
আপনি আমার পথ ও পাথেয় বোধন অবধি

আমাদের সামূহিক প্রবহমানতায়
দশ দিগন্তে আপনিই উৎস
আবার আপনিই গন্তব্য

বিষয় : উৎস ও গন্তব্য

মন্তব্য করুন