বাতাসে উড়ছে ছেঁড়াছেঁড়া মেঘ আকাশ জ্যোৎস্নাময়
বাতাসে ফুলের সৌরভ কি যে মায়াময় পরিবেশ!
একটি জন্মদিনকে বরণে জেগে আছে এই রাত
জেগেছে প্রকৃতি জেগে আছে দেশ গভীর প্রতীক্ষায়।
একটি জন্মদিনের কাছে ঋণী হয়ে যায় জাতি
একটি জন্মদিনের ভেতর আগামীর ইতিহাস
উনিশ শ বিশ সালেই জন্ম নিয়েছে ভবিষ্যৎ
কে সেই মানব যার জন্মের এমন মহিমা হয়!
কে সেই মহান পুরুষ যাহার জন্মের সাথে বাঁধা
একটি জাতির সম্ভাবনার অফুরান ইতিহাস
মহামুক্তির পতাকা যাহার ডান হাতে শোভা পায়
কে সেই মানব সারাবিশ্বের শোষিতের বান্ধব!
কে সেই মানব গৌরব এই বাংলা ও বাঙালির
মহাবীর যার কাছে ম্লান হয় কে সেই সাহসী নেতা
মানুষের মহাশক্তিকে যিনি করেন আবিস্কার
দূরদৃষ্টির প্রজ্ঞায় যিনি জাতিকে দেখান পথ।
দেশ যার কাছে জীবনের চেয়ে বহু শতগুণ প্রিয়
স্বাধীনতা যার শিরায় শোণিতে সম্ভাবনায় ফোটে
শোষিত-পীড়িত স্বজাতিকে যিনি করেন মহিমাময়
মানুষ হয়েও তিনি নিজগুণে দেবতা ছাড়িয়ে যান।
দুখিনী বাঙালি মায়ের গর্ব মহাবীর সন্তান
তিনি পৃথিবীতে অনন্য এক দেশপ্রেমী মহাজন
টুঙ্গিপাড়ার মাটি পবিত্র স্পর্শে তাহার ধন্য
এই দেশ এই স্বাধীনতা তার অমর সৃষ্টি কাব্য
এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাম
তারই জন্মের গৌরবে আজ জেগে আছে চরাচর।
বাতাসে ফুলের সৌরভ কি যে মায়াময় পরিবেশ!
একটি জন্মদিনকে বরণে জেগে আছে এই রাত
জেগেছে প্রকৃতি জেগে আছে দেশ গভীর প্রতীক্ষায়।
একটি জন্মদিনের কাছে ঋণী হয়ে যায় জাতি
একটি জন্মদিনের ভেতর আগামীর ইতিহাস
উনিশ শ বিশ সালেই জন্ম নিয়েছে ভবিষ্যৎ
কে সেই মানব যার জন্মের এমন মহিমা হয়!
কে সেই মহান পুরুষ যাহার জন্মের সাথে বাঁধা
একটি জাতির সম্ভাবনার অফুরান ইতিহাস
মহামুক্তির পতাকা যাহার ডান হাতে শোভা পায়
কে সেই মানব সারাবিশ্বের শোষিতের বান্ধব!
কে সেই মানব গৌরব এই বাংলা ও বাঙালির
মহাবীর যার কাছে ম্লান হয় কে সেই সাহসী নেতা
মানুষের মহাশক্তিকে যিনি করেন আবিস্কার
দূরদৃষ্টির প্রজ্ঞায় যিনি জাতিকে দেখান পথ।
দেশ যার কাছে জীবনের চেয়ে বহু শতগুণ প্রিয়
স্বাধীনতা যার শিরায় শোণিতে সম্ভাবনায় ফোটে
শোষিত-পীড়িত স্বজাতিকে যিনি করেন মহিমাময়
মানুষ হয়েও তিনি নিজগুণে দেবতা ছাড়িয়ে যান।
দুখিনী বাঙালি মায়ের গর্ব মহাবীর সন্তান
তিনি পৃথিবীতে অনন্য এক দেশপ্রেমী মহাজন
টুঙ্গিপাড়ার মাটি পবিত্র স্পর্শে তাহার ধন্য
এই দেশ এই স্বাধীনতা তার অমর সৃষ্টি কাব্য
এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাম
তারই জন্মের গৌরবে আজ জেগে আছে চরাচর।
মন্তব্য করুন