- কালের খেয়া
- বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান
তোমার জন্য পঙ্ক্তিমালা
বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান
মৃত্যুতে সব ফুরিয়ে যায় না- চিত্ত যদি হয় অফুরান
আমার আকাশ আমার বাতাস- সবই তো তোমার অবদান।
এই যে আমার স্বাধীন চলা, বিশ্ব-সভায় উন্নত শির
এই যে আমার স্বাধীন বলা- সুনীল গ্রহ এই পৃথিবীর
দিকদিগন্তে ছড়িয়ে পড়ে সব অপরূপ ও অনন্য
সবই তো হয় জাতির জনক বঙ্গবন্ধু তোমার জন্য।
কে তোমাকে হত্যা করে- অন্ধকারের কীটাণুকীট?
জানে না যে তোমার মাথায় চিরকালীন আলোর কিরীট-
জানে না যে এই জাতিকে তুমি দিলে মুক্তি-দিশা
তুমি দিলে স্বাধীনতার ধ্রুবতারা, শতভিষা?
তোমার স্বপ্নে তোমার কর্মে এই বাঙালি আজকে ধন্য
সব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর তোমার জন্য।
তোমার যারা হত্যাকারী শেয়াল-শকুন মানবেতর
মুখোশ এঁটে লুকিয়ে ছিল ঘন অন্ধকারের ভেতর
হঠাৎ ওরা হামলে পড়ে হত্যা করে সপরিবার-
নির্মমতার নিষ্ঠুরতার এমন নজির ঘটেনি আর
এই পৃথিবীর কোনো প্রান্তে- যা লজ্জাকর যা জঘন্য
মৃত্যুও তাই পরাস্ত হয় শেখ মুজিবুর তোমার জন্য।
এক মুজিবের রক্ত থেকে জন্মে মুজিব ঘরে ঘরে-
তোমার স্বপ্ন চোখে বুনে বীরের জীবন যাপন করে
হত্যাকারীর সত্তা বিনাশ করবে বলে শপথ গ্রহণ
করে তারা, নইলে যে অন্তরের দহন
পুড়িয়ে তাদের ভস্ম করে, মানুষ বলে হয় না গণ্য-
চেতনার এই অগ্নি-আভা বঙ্গবন্ধু তোমার জন্য।
বঙ্গবন্ধু তোমার বসত সব বাঙালির রক্তকণায়
তোমার জন্য বুকের ভেতর ভালোবাসার আবেগ ঘনায়
তোমার জন্য কলুষমুক্ত- এই মানবিক জীবন-যাপন
বিশ্বচরাচরে তুমি বীর বাঙালির সবচে আপন
যে চেতনা তোমার, পিতা, তা গড়েছে এ চৈতন্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমরা বাঁচি তোমার জন্য।
আমার আকাশ আমার বাতাস- সবই তো তোমার অবদান।
এই যে আমার স্বাধীন চলা, বিশ্ব-সভায় উন্নত শির
এই যে আমার স্বাধীন বলা- সুনীল গ্রহ এই পৃথিবীর
দিকদিগন্তে ছড়িয়ে পড়ে সব অপরূপ ও অনন্য
সবই তো হয় জাতির জনক বঙ্গবন্ধু তোমার জন্য।
কে তোমাকে হত্যা করে- অন্ধকারের কীটাণুকীট?
জানে না যে তোমার মাথায় চিরকালীন আলোর কিরীট-
জানে না যে এই জাতিকে তুমি দিলে মুক্তি-দিশা
তুমি দিলে স্বাধীনতার ধ্রুবতারা, শতভিষা?
তোমার স্বপ্নে তোমার কর্মে এই বাঙালি আজকে ধন্য
সব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর তোমার জন্য।
তোমার যারা হত্যাকারী শেয়াল-শকুন মানবেতর
মুখোশ এঁটে লুকিয়ে ছিল ঘন অন্ধকারের ভেতর
হঠাৎ ওরা হামলে পড়ে হত্যা করে সপরিবার-
নির্মমতার নিষ্ঠুরতার এমন নজির ঘটেনি আর
এই পৃথিবীর কোনো প্রান্তে- যা লজ্জাকর যা জঘন্য
মৃত্যুও তাই পরাস্ত হয় শেখ মুজিবুর তোমার জন্য।
এক মুজিবের রক্ত থেকে জন্মে মুজিব ঘরে ঘরে-
তোমার স্বপ্ন চোখে বুনে বীরের জীবন যাপন করে
হত্যাকারীর সত্তা বিনাশ করবে বলে শপথ গ্রহণ
করে তারা, নইলে যে অন্তরের দহন
পুড়িয়ে তাদের ভস্ম করে, মানুষ বলে হয় না গণ্য-
চেতনার এই অগ্নি-আভা বঙ্গবন্ধু তোমার জন্য।
বঙ্গবন্ধু তোমার বসত সব বাঙালির রক্তকণায়
তোমার জন্য বুকের ভেতর ভালোবাসার আবেগ ঘনায়
তোমার জন্য কলুষমুক্ত- এই মানবিক জীবন-যাপন
বিশ্বচরাচরে তুমি বীর বাঙালির সবচে আপন
যে চেতনা তোমার, পিতা, তা গড়েছে এ চৈতন্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমরা বাঁচি তোমার জন্য।
মন্তব্য করুন