ধরণীতে তুমি, আছ আমাদের প্রাণে
বাঙালি হৃদয়ে শ্রদ্ধা ও সম্মানে
শতবর্ষের শুভদিনে শুভক্ষণে
গোলাপ ফুটেছে তোমার জন্মদিনে।

রোদবৃষ্টিতে শাশ্বত এক দেশ
স্মৃতিসত্তায় তুমি আছ অনিঃশেষ
এই ভালোবাসা কখনো হবে না শেষ
তুমি স্বাধীনতা, তুমিই বাংলাদেশ।

বিষয় : শতবর্ষে তোমার জন্মদিনে

মন্তব্য করুন