তুমি যখন যাও, রক্তাপ্লুত শার্ট বলেছিল
যাচ্ছি
যাওয়া তো নয়, ফিরে আসব নদী ও নিসর্গে
এই বাংলায়।
তুমি যখন এলে
চেয়ে দেখো পিতৃপুরুষও কথা বলছে
বিষাদ ভুলে।
কেউ ভুলিনি কোনোদিন স্বপ্নকথা।
নিঃশব্দ প্রহরও উদ্বেল হয়ে ছুটে এসেছে
ধমনিতে, ধমনিতে কলরোল নিয়ে।
তুমি তো জানো
নিশির ডাকের সঙ্গে ছোটে সাদা ঘোড়া
দিজ্ঞ্বিদিক।
অনাথ ও অন্ধ
বালককে দেয় আশ্রয়।
হাজার হাজার বন্ধ দুয়ার খুলে যায়
দিগন্ত থেকে দিগন্তে।
দীর্ঘ শরীর আলোকিত আকাশ ছুঁয়ে
প্রার্থনা করে প্রতিনিয়ত
আমার সন্তান যেন থাকে দুধেভাতে

বিষয় : তোমার প্রার্থনা

মন্তব্য করুন