তোমার রক্ত মাটিতে পড়েনি
সিঁড়ি বেয়ে শুধু গড়িয়েছে কিছুদূর
(তবু) বাঙলার মাটি ডুকরে কেঁদেছে
জননীর মতো ডাকনাম ধরে : মুজিবুর... শেখ মুজিবুর।

শৃঙ্খল ভেঙে যে-জাতিকে তুমি এনে দিলে স্বাধীনতা
তোমার মরণ ঠেকাতে পারেনি-ক্ষমা করো ব্যর্থতা-
অপবাদে আজো কেঁদে-কেঁদে মরে ঘরে-ঘরে ব্যথাতুর
স্বজনের মতো ডাকনাম ধরে :মুজিবুর... শেখ মুজিবুর।

সূর্যের আলো ভোরে ও বিকেলে রেঙে ওঠে সেই খুনে;
শিমুল-পলাশ রাঙা হবে আরো অনাগত ফাল্কগ্দুনে-
শ্যামা-পাপিয়ারা ডেকে-ডেকে সারা বনে বনে তোলে সুর
স্বজনের মতো ডাকনাম ধরে : মুজিবুর... শেখ মুজিবুর।

[সংগীতজ্ঞ অনুপ ভট্টাচার্য্য একে গান করেছেন। বাংলাদেশ বেতারে গেয়েছেন সুমনা বর্ধন]


বিষয় : তোমার রক্ত মাটিতে পড়েনি

মন্তব্য করুন