মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠত্ব আমার কবিতায়, উপমায়
অলঙ্কার পরিমণ্ডিত চেতনা অধিকার খাদ্য বস্ত্র
শিক্ষা বসবাসের সঠিক আহ্বান
দলমত নির্বিশেষে মানুষের অধিকার আদায়ে;
শোষণের বিরুদ্ধে তুলি হাতিয়ার
কামানের শব্দে জেগে উঠি;
চেতনাকে পুঁজি করে আমি ছুটে যাই
রণাঙ্গনে এ মাটিকে বুকে ধরে সহসা শপথে
আমি দীপ্ত, স্বাধীনতার জন্য নতজানু
দস্যুরা এখনো সোচ্চার
রুখো তাদের উদ্ধত খঞ্জর
'জয় বাংলা জয় বাংলা' বলে
শক্ত হাতে ধরো রক্তের পতাকা।
অলঙ্কার পরিমণ্ডিত চেতনা অধিকার খাদ্য বস্ত্র
শিক্ষা বসবাসের সঠিক আহ্বান
দলমত নির্বিশেষে মানুষের অধিকার আদায়ে;
শোষণের বিরুদ্ধে তুলি হাতিয়ার
কামানের শব্দে জেগে উঠি;
চেতনাকে পুঁজি করে আমি ছুটে যাই
রণাঙ্গনে এ মাটিকে বুকে ধরে সহসা শপথে
আমি দীপ্ত, স্বাধীনতার জন্য নতজানু
দস্যুরা এখনো সোচ্চার
রুখো তাদের উদ্ধত খঞ্জর
'জয় বাংলা জয় বাংলা' বলে
শক্ত হাতে ধরো রক্তের পতাকা।
মন্তব্য করুন