আমি যখন বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাই
দেখি ঘুমের মধ্যেও তুমি প্রসারিত করে রেখেছো
দুটি হাত,
তোমার চোখে গড়িয়ে পড়ছে অদৃশ্য অশ্রু;
পিতা, তোমার বুকজুড়ে বাংলাদেশ, হৃদয়জুড়ে
বাংলাদেশের মানচিত্র
তোমারি মধ্যে এই শ্যামল প্রকৃতি তেরশত
নদীর কলধ্বনি
আমি অভিভূত হয়ে তাকিয়ে থাকি,
তোমার বুক বাংলাদেশের আকাশ।
পিতা, তুমি দুই হাত মেলে ধরো, দেখি আমাদের
মাথায় শত শত বৃক্ষের ছায়া
তুমি ঘুমিয়ে থেকেও ফুল ফোটাও
আমাদের উদ্যানে,
তুমি বাংলার সহস্র বর্ষা ঋতু,
সহস্র জলধারা।
দেখি ঘুমের মধ্যেও তুমি প্রসারিত করে রেখেছো
দুটি হাত,
তোমার চোখে গড়িয়ে পড়ছে অদৃশ্য অশ্রু;
পিতা, তোমার বুকজুড়ে বাংলাদেশ, হৃদয়জুড়ে
বাংলাদেশের মানচিত্র
তোমারি মধ্যে এই শ্যামল প্রকৃতি তেরশত
নদীর কলধ্বনি
আমি অভিভূত হয়ে তাকিয়ে থাকি,
তোমার বুক বাংলাদেশের আকাশ।
পিতা, তুমি দুই হাত মেলে ধরো, দেখি আমাদের
মাথায় শত শত বৃক্ষের ছায়া
তুমি ঘুমিয়ে থেকেও ফুল ফোটাও
আমাদের উদ্যানে,
তুমি বাংলার সহস্র বর্ষা ঋতু,
সহস্র জলধারা।
মন্তব্য করুন