কাছের দূরের
দূরের কাছের
কথায় কথায় ভাষা খুঁজে ফিরি
সহজে সবটাই
বলা থাকে সবিশেষে
ব্যক্তিগত সংগ্রহে
রাখা দু-চারটি
সাদা সাদা পায়রা উড়িয়ে
দেই- খোলা
হাওয়ায়
তুমি বিটপী কিংবা
আরণ্যক
ধুলো মুছে আসন
বিছাই
দু'হাতে পদ্ম ফুটাই একান্তে
অজান্তেই তোমায়
ছুঁয়ে দেখি
সেই নিজেকে ছোঁয়া যেন
কাছের দূরের
দূরের কাছের অস্তিত্বে।
দূরের কাছের
কথায় কথায় ভাষা খুঁজে ফিরি
সহজে সবটাই
বলা থাকে সবিশেষে
ব্যক্তিগত সংগ্রহে
রাখা দু-চারটি
সাদা সাদা পায়রা উড়িয়ে
দেই- খোলা
হাওয়ায়
তুমি বিটপী কিংবা
আরণ্যক
ধুলো মুছে আসন
বিছাই
দু'হাতে পদ্ম ফুটাই একান্তে
অজান্তেই তোমায়
ছুঁয়ে দেখি
সেই নিজেকে ছোঁয়া যেন
কাছের দূরের
দূরের কাছের অস্তিত্বে।
বিষয় : কালের খেয়া
মন্তব্য করুন